ঐতিহ্যের সন্ধানে সোনারগাও:

যে কোন ধর্মীয় উৎসবে যেমন ঈদুল ফিতর, ঈদুল আজহা এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ন জাতীয় দিবসে আনন্দ উপভোগ করতে প্রাচীন বাংলার রাজধানী সোনারগাওয়ে থাকে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। নারায়নগঞ্জের সোনারগাও উপজেলার পর্যটন কেন্দ্রগুলো দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। দেশি বিদেশী পর্যটকরা সোনারগাওয়ের পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখার জন্য ভিড় জমাচ্ছেন। সোনারগাওয়ের পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন যাদুঘর, বাংলার তাজমহল, পানাম সিটি, ঈশা খার বাড়ি, পাচপীর মাজার,

গিয়াসউদ্দিন আমানত শাহের মাজার উল্লেখযোগ্য। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউণ্ডেশন ও বাংলার তাজমহলে প্রতিদিন হাজারো দেশি-বিদেশি পর্যটক ছুটে আসছেন এক নজর দেখার জন্য। আগ্রার তাজমহল নির্মাণ করে সারাবিশ্বে সম্রাট শাহাজাহান যেমন চমক দেখিয়েছেন ঠিক একইভাবে বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মনি বাংলার তাজমহল নির্মাণ কওে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। বাংলার তাজমহলটি এক নজর দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিদেশী পর্যটকরা ছুটে আসছেন। এই তাজমহল দেখে পর্যটকরা আকৃষ্ট হচ্ছেন এবং বারবার ছুটে আসছেন।

ঠিক একইভাবে শিল্পাচার্য জয়নুল আবেদীন সোনারগাওয়ে লোক ও কারুশিল্প ফাউণ্ডেশন প্রতিষ্ঠা করে বাংলার মানুষের কাছে স্মরনীয় হয়ে আছেন। ঢাকার অদূরে সোনারগাওয়ের জামপুর ইউনিয়নের পেরাব গ্রামে প্রাচীন বাংলার রাজধানী সোনারগাওয়ের ঐতিহ্যকে ধরে রাখতে প্রায় ৯ বিঘা জমির উপর বাংলার তাজমহল নির্মান করা হয়। এর মাধ্যমে এলাকার শত শত বেকার যুবকদের কর্মসংস্থান হয়।



আর্থিকভাবে স্বনির্ভর হয়ে ওঠে এলাকার মানুষ। পর্যটকরা জানান, সোনারগাওয়ের পর্যটন কেন্দ্রগুলো আমাদের আকৃষ্ট করেছে,আমাদের কাছে খুবই ভালো লেগেছে। বাংলার তাজমহল নির্মাণ করার স্বপ্নের কথা জানাতে গিয়ে মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মনি বলেন, আমাদের দেশের অনেকেরই ভারতে গিয়ে তাজমহল দেখার সাধ্য নেই। পর্যটকরা কম খরচে বাংলার তাজমহল দেখে আত্মতৃপ্তি পাবেন। তিনি বলেন, সোনারগাওয়ে ১০ হাজার ছেলেমেয়ের লেখাপড়া ও থাকার জন্য একটি পূর্নাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা নিয়েছি। এর ফলে সোনারগাও ও আশপাশের ছেলেমেয়েরা দূর-দূরান্তে না গিয়ে এ বিশ্ববিদ্যালযে লেখাপড়া করতে পারবে। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউণ্ডেশনের পরিচালক রবীন্দ্র গোপ জানান, অন্যান্য বছরের তুলনায় এ বছর পর্যটকদের উপস্থিতি অনেক বেশি। তাদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করে যােেচ্ছ।

            

PAGE 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25